হজরত সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.)

প্রতিষ্ঠাতা, দেওয়ানবাগ শরীফ — সংক্ষিপ্ত জীবন ও কর্ম

সংক্ষিপ্ত পরিচিতি

(সংকলিত — দেওয়ানবাগ শরীফ অফিসিয়াল পাতা ও সংবাদসূত্রের তথ্য অনুযায়ী)

হজরত সৈয়দ মাহবুব-এ-খোদা (রহ.) ১৪ ডিসেম্বর ১৯৪৯ সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট একটি সৈয়দ পরিবারে জন্ম গ্রহণ করেন এবং পরিবারের শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ ও আধ্যাত্মিকতায় প্রবল আগ্রহ প্রদর্শন করেন। ছাত্রজীবনে তিনি তালসাহার কারিমিয়া মাদরাসায় উচ্চতর শিক্ষা লাভ করেন ও পরবর্তীতে দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করেন। পরে তিনি সম্পূর্ণ ভাবে আধ্যাত্মিক কাজ ও সমাজসেবায় নিবেদিত হন এবং 'দেওয়ানবাগ শরীফ' প্রতিষ্ঠা করেন।

সংক্ষিপ্ত জীবনকথা (টাইমলাইন)

১৯৪৯: জন্ম (বাহাদুরপুর, আশুগঞ্জ)।
১৯৬০-৭০: ইসলামী শিক্ষা ও ছাত্র-নীতি; ১৯৬৯ সালের ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ।
১৯৭১: মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা ও সেক্টর-৩ এ অবদান।
১৯৭২: সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক; পরবর্তীতে পূর্ণকালীন আধ্যাত্মিক ও সার্বজনীন কাজ শুরু।
১৯৮০-৯০: বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রকল্প প্রতিষ্ঠা (মাদ্রাসা, হাসপাতাল, স্কুল ইত্যাদি)।
২০২০: ২৮ ডিসেম্বর ২০২০ সালে ইন্তেকাল করেছেন।